Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent activiries

জেলা ভেটেরিনারি হাসপাতাল , গাইবান্ধার

    সাম্প্রতিক কর্মকান্ড 


জেলার খামারী, উদ্যোক্তা, কৃষকের মানসম্মত ভেটেরিনারি সেবা, রোগাক্রান্ত গবাদিপশু, হাঁস-মুরগি ও পোষা প্রাণির চিকিত্‌সা প্রদান নিশ্চিত করা এবং উপজেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে সুপারিশকৃত(Refereanse) রোগাক্রান্ত গবাদিপশু, হাঁস-মুরগি ও পোষা প্রাণির রোগ নির্ণয়ের  ব্যবস্থা গ্রহণ এবং পশু খাদ্যের মান নিয়ন্ত্রনে ভূমিকা পালনে কার্যক্রম গ্রহণ করে প্রণিসম্পদের ভিশন ও মিশন বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করছে।